Homeদেশের গণমাধ্যমেউপাধ্যক্ষের পুনর্বহালের দাবিতে কবি নজরুল কলেজে বিক্ষোভ

উপাধ্যক্ষের পুনর্বহালের দাবিতে কবি নজরুল কলেজে বিক্ষোভ

[ad_1]

কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ্ আহম্মদ ফকিরকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে এ মিছিল অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজে যাকে নতুন উপাধ্যাক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে তার নাম মুহাম্মদ হায়দার মিয়া। তার বাড়ি গোপালগঞ্জ। তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজে থাকা অবস্থায় ছাত্রলীগকে নানাভাবে সহযোগিতা করে আসছেন। আমরা রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে তার সম্পর্কে ছাত্রলীগকে সহযোগিতা করার নানা তথ্য পেয়েছি। ছাত্রলীগ ঘেঁষা এমন ব্যক্তিকে আমরা কখনোই আমাদের কলেজ ক্যাম্পাসে দেখতে চাই না।

জানা যায়, শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে কবি নজরুল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ্ আহম্মদ ফকিরকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে এবং কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের অধ্যাপক মুহাম্মদ হায়দার মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার প্রতিবাদে শিক্ষার্থীরা আজ বিক্ষোভ করেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন কবি নজরুল কলেজের সাবেক অধ্যক্ষ আমেনা বেগম শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন না জানিয়ে উল্টো ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতা করেছে, সেখানে উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ্ আহম্মদ স্যার বিভিন্ন কায়দায় সাধারণ শিক্ষার্থীদের সাহায্য করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনকে তিনি সমর্থন জানিয়েছেন। এ ছাড়াও আন্দোলনে নিহত এবং আহত শিক্ষার্থীদের তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

শিক্ষার্থীরা আরো বলেন, দুর্দিনে যে সাধারণ শিক্ষার্থীদের উপকার করেছে তার প্রতিদান কখনো তিরস্কার হতে পারে না। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের এমন হটকারী সিদ্ধান্তকে ধিক্কার জানাই। আমরা কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা চাই তিনি যেন কবি নজরুল কলেজের উপাধ্যক্ষ হিসেবে থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক ও কবি নজরুল কলেজের সমন্বয়ক মেহেদী হাসান বলেন, ছালেহ্ আহম্মদ স্যার একজন আদর্শবান শিক্ষক। শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিকে তিনি সর্বদা সমর্থন জানিয়েছেন। আমরা এই কলেজেই স্যারের পুনর্বহাল চাই।

এই শিক্ষার্থী আরও বলেন, আমাদের এখানে নতুন যে উপাধ্যক্ষকে পদায়ন করা হয়েছে তার বাড়ি গোপালগঞ্জ। আমরা চাই না কোনো ফ্যাসিস্টেরর দোসর এই ক্যাম্পাসে আসুক। আমাদের এই ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ক্যাম্পাস। আমরা কোনভাবেই তা কলঙ্কিত করতে দেবো না। আমরা চাই অতিসত্বর শিক্ষা উপদেষ্টা আমাদের উপাধ্যক্ষ স্যারের ওএসডি প্রত্যাহার করে এখানেই পুনর্বহাল করা হোক।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত