পাকিস্তানে মুক্তি পাচ্ছে ঢাকার সিনেমা ‘জংলি’। ছবিটি উর্দু ভাষায় ডাব করা হচ্ছে। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম।
‘জংলি’ পাকিস্তানে মুক্তি দিচ্ছে সিনে এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী রোববার এক বিবৃতিতে জানান, সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি চুক্তি সেরেছেন। উর্দু ভাষায় ডাব করা হচ্ছে। ছবিটি শিগগিরই পাকিস্তানে মুক্তি পাবে।
সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান জানান, ছবিটি শিগগিরই পাকিস্তানে মুক্তি পাবে।