[ad_1]
কড়াইল সিটি অব কালচারে ৬ ডিসেম্বর শুরু হয়েছে ‘মজা করি’ ডিজাইন উৎসব। পাড়া ও জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ এর আয়োজক। চার দিনব্যাপী এই উৎসবের বাকি অংশের আয়োজন করা হবে ১৩ ও ১৪ ডিসেম্বর।
রাজধানীর শ্রমজীবী মানুষের অন্যতম আবাস কড়াইল। কড়াইলের মানুষের সঙ্গে শহরবাসীর সাংস্কৃতিক মেলবন্ধন তৈরির উদ্দেশ্যে তিন বছর ধরে কাজ করছে জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যেটে ইনস্টিটিউট ও স্থাপত্য ও নকশাবিষয়ক প্রতিষ্ঠান পাড়া। উৎসবের প্রথম দিন কড়াইলের এরশাদ মাঠে উদ্বোধন করা হয়েছে ‘মাচান’ নামে একটি সাংস্কৃতিক কেন্দ্র। এ অনুষ্ঠানে বক্তব্য দেন গ্যেটে ইনস্টিটিউটের পরিচালক ফ্র্যাংক ওয়ার্নার। কড়াইলের তরুণদের মানোন্নয়নে কাজ করবে সাংস্কৃতিক কেন্দ্রটি। এর নামকরণও করেছেন কড়াইলের তরুণেরাই। কড়াইলবাসীর গল্প ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করবে মাচান। এ ছাড়া কড়াইলের আশপাশের মোট ১০টি ভেন্যুতে আয়োজন করা হচ্ছে চিত্রকর্ম প্রদর্শনী, ইনস্টলেশন, আলাপ, কর্মশালা, খেলা, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা।
[ad_2]
Source link