Homeদেশের গণমাধ্যমেউৎসবে আজ দেখা যাবে প্রাপ্তবয়স্কদের সিনেমা

উৎসবে আজ দেখা যাবে প্রাপ্তবয়স্কদের সিনেমা

[ad_1]

জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে আজ (১৫ জানুয়ারি) প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘নীলপদ্ম’ দেখানো হবে। আলোচিত অভিনেত্রী রুনা খান অভিনীত এ সিনেমা জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় দেখানো হবে।

দৌলতদিয়া যৌনপল্লির যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় এবং অধিকারের আখ্যান নিয়ে প্রায় দুই বছর গবেষণা করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। গবেষণার বিষয় নিয়ে নিজের প্রযোজনায় ছবিটি তৈরি করেন তৌফিক এলাহী।

‘নীলপদ্ম’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী রুনা খান। রুনা খান ছাড়াও রোকেয়া প্রাচী, শাহেদ আলী, সুজাত শিমুলসহ আরও অনেকে অভিনয় করেছেন।

উৎসবে আজ আরও দেখানো হবে, এশিয়ান প্রতিযোগিতা বিভাগে ইরানের সিনেমা ‘আবেস্তান-ই হামান সাল’। বিকেল ৫টায় সিনেমাটি জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শন করা হবে। সিনেমাটি নির্মাণ করেছেন মাহমুদ কালারি। আধ্যাত্মিক চলচ্চিত্র বিভাগে দেখানো হবে সিনেমা ‘উইনিং’। এটি নির্মাণ করেছেন হুমাস। সিনেমাটি জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে সকাল ১০টা ৩০ মিনিটে।

jagonews24

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে শিশুতোষ চলচ্চিত্র বিভাগে দেখানো হবে ‘ম্যাজিক অব শান্তা ক্লজ’। সিনেমাটির নির্মাতা হলেন অ্যান্ড্রু ডি বার্গ। আধ্যাত্মিক চলচ্চিত্র বিভাগে দেখানো হবে ‘দ্য ওমেন অ্যান্ড দ্য ক্রস’। এটি দেখানো হবে বিকেল ৩টায়। সিনেমাটি নির্মাণ করেন আরনো ওহরি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্বচলচ্চিত্র বিভাগে দেখানো হবে ‘সাইলেন্স অব রিজন’। এটি নির্মাণ করেন কুমজানা নোভাকোভা। একই বিভাগে দুপুর ১টায় দেখানো হবে ‘লাইফ টু লাইফ’। এটি নির্মাণ করেন বেকা।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় এশিয়ার চলচ্চিত্র বিভাগে দেখা যাবে ‘বেলাইন’ সিনেমাটি। সমিক রায় নির্মিত সিনেমাটি সকাল ১০টা ৩০ মিনিটে দেখা যাবে। এ বিভাগের আরও একটি সিনেমা দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে। ‘ইন ফ্লেইম’ নামের এ সিনেমা পরিচালনা করেছেন জারার খান। একই বিভাগের ‘ইউদিন এ বুডডিং গ্রোভ’ নামের এ সিনেমাটি দেখা যাবে বিকেল ৪টা ৩০ মিনিটে। এটি নির্মাণ করেন হাবি ঝাং।

নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এশিয়ান প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ফিলিপাইনের সিনেমা ‘দ্য গারির্ডয়ান অব অনার’। জোসেলিটো আলতারেজোস নির্মিত এ সিনেমা দুপুর ১টায় দেখানো হবে। ওয়াইড অ্যাঙ্গেল সেকশন বিভাগে দেখানো হবে ‘দ্য লাস্ট ফ্রেনজি’। নানা নির্মিত চীনের এ সিনেমাটি বিকেল ৩টায় দেখানো হবে।

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ অডিটোরিয়ামে দেখানো হবে রাশিয়ান সিনেমা ‘ভয়না অ্যানি’। আলেক্সি ফেডোরচেঙ্কো পরিচালতি এ সিনেমা সকাল ১০টা ৩০ মিনিটে প্রদর্শন করা হবে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হবে ‘চাঁদ আকাশের গল্প’ নামের বাংলাদেশি সিনেমা। নির্মাতা মো. অমিত জাহিদী হিমেলের সিনেমাটি বিকেল ৫টায় দেখানো হবে।

চলচ্চিত্র উৎসবটি রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।’

এ উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডসহ মোট ১০টি বিভাগে ৭৫টি দেশের মোট ২২০টি সিনেমা দেখানো হচ্ছে। তবে দেশের দর্শকদের কাছে সবচেয়ে প্রতীক্ষিত বিভাগ ‘বাংলাদেশ প্যানোরমা’।

এ মাসের দ্বিতীয় সপ্তাহে পর্দা উঠছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর। ১১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। এবারের আয়োজনে ৭৫টি দেশের ২২০টির বেশি সিনেমা প্রদর্শিত হবে।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত