[ad_1]
বাংলাদেশি মা-বাবার সন্তান শমিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে ২টি ম্যাচও খেলেছেন। লম্বা সময় আন্তর্জাতিক ফুটবল না খেলা শমিত ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন।
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পাওয়ার পর থেকেই মাঠে নামতে উন্মুখ ছিলেন। গত ৪ জুন ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচে তাঁকে বিশ্রাম দেন কোচ হাভিয়ের কাবরেরা। যে কারণে তাঁর অপেক্ষাও বাড়ে। শেষ পর্যন্ত সিঙ্গাপুর ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে পথচলা শুরু হলেও জয়টা দেখা হলো না।
এতে অবশ্য আফসোস নেই শমিতের। বললেন, ‘আমার সতীর্থ, কোচিং স্টাফ, বাফুফের সব সদস্য এবং অবশ্যই ভক্তদের ধন্যবাদ আমাকে এভাবে গ্রহণ করার জন্য। সবে তো শুরু হলো।’
[ad_2]
Source link