[ad_1]
ওই শিক্ষকের বিদায়ের কথা শুনে ছুটে আসেন গৌর চন্দ্রের একসময়ের সহকর্মী জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. আক্তার জাহান ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আলম। আক্তার জাহান বলেন, শিক্ষক হিসেবে গৌর চন্দ্র খুবই ভালো। পাশাপাশি তিনি সৎ মানুষ হিসেবে পরিচিত। বিদ্যালয়ের একটি টাকাও তাঁর হাতে কখনো নষ্ট হয়নি।
বিদায়ের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক মো. রাশেদুজ্জামানসহ অন্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে সঙ্গে নিয়ে বাড়িতে পৌঁছে দেন। প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ জানান, তাঁরা আগামী ১৪ নভেম্বর প্রতিষ্ঠানে বড় করে বিদায় অনুষ্ঠান করবেন।
[ad_2]
Source link