[ad_1]
ইসলামের দাওয়াত সবার জন্য। পৃথিবীর প্রতিটি জাতির জন্য, মানুষ জাতির জন্য যেমন; জিন জাতির জন্যও। (আয়াত: ১-৫)
জিনের সাহায্য গ্রহণ করা অনেক বড় বড় ক্ষতির কারণ। (আয়াত: ৬)
আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কথা বলার সময় আদব ও শিষ্টাচারের দিকে পূর্ণ খেয়াল রাখা ফরজ। (আয়াত: ১০)
আল্লাহ ইরশাদ করেন, ‘আর মসজিদগুলো আল্লাহরই জন্য। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে আর কাউকে ডেকো না, যেসব ঘরে কেবল আল্লাহ তাআলার ইবাদত করা হয়।’
আল্লাহ ইরশাদ করেন, ‘বলো, আমি প্রত্যাদেশের মাধ্যমে জেনেছি যে জিনদের একটি দল কোরআন শুনেছে এবং তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি, যা সঠিক পথনির্দেশ দেয়। তাই আমরা এতে বিশ্বাস করেছি। আমরা কখনো আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরিক করব না।’ (আয়াত: ১-২)
রাসুলুল্লাহ (সা.)–কে মানবজাতির জন্য যেমন, জিন জাতির জন্যও তেমনই রাসুল হিসেবে পাঠানো হয়েছে। কুরাইশরা যেন জেনে নেয়, জিনরা উদ্ধত ও অবাধ্য হওয়া সত্ত্বেও যখন কোরআন শুনেছে, তারা রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ইমান এনেছে।
ইসলামি শরিয়াহ কেবল মানুষের জন্য নয়, জিনরা আমাদের কথা শোনে, আমাদের ভাষা বুঝতে পারে। তাই জিনদের জন্যও। জিনরাও স্বজাতিকে দীনের পথে আহ্বান করে।
[ad_2]
Source link