[ad_1]
নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ উত্তর বাজারের কাচারিপাড়া মহল্লায় পণেশ চন্দ্র শীলের সংসার। চার সন্তানের মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। দুই ছেলে সুজন শীল (৩৮) ও লোকনাথ শীল (৩২) সামান্য লেখাপড়া করলেও বাবার পেশাকেই বেছে নিয়েছেন। তবে তাঁরা বাবার মতো ফুটপাতে নয়; শহরে নিজেদের সেলুন খুলে কাজ করেন। তাঁদের রোজগারেই এখন কোনোমতে চলে সংসার।
জীবনের পড়ন্ত বেলায় এসে জীবন নিয়ে কোনো অভিযোগ নেই পণেশের। তিনি বলেন, জীবন তো প্রায় শেষ হয়ে এল। এখন আর তেমন কোনো দুশ্চিন্তা করেন না। নিজের কাজ করেন, সেটাই শান্তি।
[ad_2]
Source link