[ad_1]
৬. রাজেন্দ্র ইকো রিসোর্ট
গাজীপুরের ভবানীপুরে সবুজে ঘেরা শালবনের মধ্যে রাজেন্দ্র ইকো রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছে অনেকগুলো কটেজ। প্রতিটি কটেজের ছাদে রয়েছে ‘ওয়াচ টাওয়ার’, যেখান থেকে সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। এ ছাড়া লেকে মাছ ধরা, সাইকেল চালানোসহ বাগান ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে। ঢাকার কাছেই গ্রামীণ প্রকৃতির আবেশ পেতে চাইলে রাজেন্দ্র ইকো রিসোর্ট হতে পারে আপনার পছন্দের গন্তব্য।
৭. মাওয়া রিসোর্ট
রাজধানী থেকে মাত্র ৩৮ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জে এই রিসোর্টের অবস্থান। সবুজে ঘেরা এই রিসোর্টে খুব কম খরচেই ঘুরে আসা যায়। এখানে বোটিংসহ অবসর কাটানোর জন্য রয়েছে নানা ব্যবস্থা।
৮. জিওন রিসোর্ট
ঢাকা থেকে খুব কাছে আমিনবাজারে জিওন রিসোর্ট অবস্থিত। এখানে রয়েছে একটি সুইমিংপুল, শিশুদের খেলার জায়গা ও একটি মিনি চিড়িয়াখানা। ডে ট্রিপ অথবা রাতে অবস্থানের জন্য বেছে নিতে পারেন জিওন রিসোর্ট।
[ad_2]
Source link