Homeদেশের গণমাধ্যমেএবার বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬২ জন

এবার বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬২ জন


তালিকা অনুযায়ী, সদ্য সাবেক আইজিপি মো. ময়নুল ইসলাম এবার পদক পাচ্ছেন। নতুন আইজিপি হিসেবে তাঁর স্থলে বাহারুল আলমকে নিয়োগের পর তাঁকে (ময়নুল) পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত করেছে সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর ভঙ্গুর অবস্থার মধ্যে ময়নুলকে আইজিপির দায়িত্ব দেওয়া হয়েছিল।

র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ পদক পেতে যাওয়া অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে আরও আছেন—পুলিশ সদর দপ্তরের আবু নাছের মোহাম্মদ খালেদ (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট), মো. আকরাম হোসেন (ফিন্যান্স), খোন্দকার রফিকুল ইসলাম (ক্রাইম অ্যান্ড অপারেশনস), মোসলেহ উদ্দিন আহমদ (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন), শিল্প পুলিশের মো. ছিবগাত উল্লাহ ও ট্যুরিস্ট পুলিশের মো. মাইনুল হাসান।

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৯ কর্মকর্তা এবার পদক পাচ্ছেন। ডিআইজিদের মধ্যে আছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সরদার নুরুল আমিন, পুলিশ সদর দপ্তরের (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম, চট্টগ্রাম রেঞ্জের মো. আহসান হাবীব পলাশ ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

অতিরিক্ত ডিআইজিদের মধ্যে পদক পাচ্ছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) মোহাম্মদ জাহিদুল হাসান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, সিএমপির মো. আসফিকুজ্জামান আকতার, ডিএমপির মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া ও পুলিশ সদর দপ্তরের (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মুঈদ।

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে আছেন—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মো. এনায়েত হোসেন মান্নান, খাগড়াছড়ির মো. আরেফিন জুয়েল, ঢাকার মো. আনিসুজ্জামান, মাগুরার মিনা মাহমুদা, চট্টগ্রামের মো. সাইফুল ইসলাম সানতু, পিবিআইয়ের মো. কুদরত-ই-খুদা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) খন্দকার ফজলে রাব্বি ও ডিএমপির রওনক আলম।

অতিরিক্ত পুলিশ সুপারের মধ্যে আছেন ময়মনসিংহ জেলা পুলিশে কর্মরত এম এম মোহাইমেনুর রশিদ, গাজীপুরের আমিনুল ইসলাম, চট্টগ্রামের রাসেল, নীলফামারীর মো. ফারুক আহমেদ ও ডিএমপির মো. জুয়েল রানা।

সহকারী পুলিশ সুপারের মধ্যে পদক পাচ্ছেন ডিএমপির এম জে সোহেল, ঢাকা জেলার মো. আশরাফুল আলম ও শিল্প পুলিশের মো. রাশেদুল ইসলাম বিশ্বাস।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত