[ad_1]
রাতের আঁধারে এবার সাত বিঘা জমির পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের কৃষক মোহাইমেনুল হক (৫৫)।
পুলিশ বলছে, তারা ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের কোনও এক সময় ঝিকরগাছার লাউজানি গ্রামে একটি ইটভাটার সামনে সাত বিঘা জমির ফলন্ত পেঁপেগাছ রাতের আঁধারে কেটে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের নামে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ক্ষেতের মালিক লাউজানি মোহাজের পাড়ার মোহাইমেনুল হক।
মোহাইমেনুল হক বলেন, ‘সাত বিঘা জমি লিজ নিয়ে পেঁপের চাষ করেছি। গাছে সবেমাত্র ফলন এসেছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে কে বা কারা বাগানের প্রায় সাড়ে তিন হাজার পেঁপে গাছ কেটে দিয়েছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
তিনি বলেন, ‘গত বছরের ৮ ডিসেম্বর একইভাবে আমার দুই বিঘা জমির ফলন্ত পেঁপেগাছ কেটে দেওয়া হয়। কিছুদিন আগে ১২ বিঘা জমির মাছের ঘেরের পাড় কেটে দিয়ে আনুমানিক ১০ লাখ টাকার মাছ বের করে দেয় স্থানীয় একটা চক্র।’
এর আগে আরও দুই বার তার পেঁপেক্ষেতের সব গাছ কেটে দিয়েছিল এবং মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট দিয়েছিল দুর্বৃত্তরা। এসব ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেও কোনও ঘটনারই সুরাহা হয়নি বলে তিনি জানান।
মোহাইমেন বলেন, ‘রাতের আঁধারে মানুষ খুন হলে পুলিশ আসামি খুঁজে বের করে। কিন্তু আমার কয়েকবার বড় ধরনের ক্ষতি হয়ে গেলেও তারা কাউকে আটক করতে পারেনি।’
জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান বলেন, ‘পেঁপেগাছ কেটে দেওয়া সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে ফোর্সসহ অফিসার পাঠানো হয়েছে।’
তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।
[ad_2]
Source link