[ad_1]
শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা মনে করেন, খেলাটির গুণমান বাড়ানোর চেয়ে আর্থিক লাভটাকে বড় করে দেখে নির্লজ্জের মতো এমন প্রস্তাব করা হয়েছে। টেলিকম এশিয়া স্পোর্টকে রানাতুঙ্গা এ বিষয়ে বলেন, ‘অর্থনীতির ব্যাপারটা আমি বুঝি। এমন কিছু হলে ওই তিন বোর্ডের কোষাগার ফুলেফেঁপে উঠবে ঠিকই, কিন্তু খেলাধুলা তো শুধু পাউন্ড, ডলার আর রুপির বিষয় নয়। প্রশাসকদের দরকার খেলাটিকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখা, শুধু নিজেদের থলে ভরা নয়।’
[ad_2]
Source link