Homeদেশের গণমাধ্যমেএমবাপ্পে মেসিকে হিংসা করতো: নেইমার

এমবাপ্পে মেসিকে হিংসা করতো: নেইমার

[ad_1]

প্রকাশিত: ১৫:৪২, ১৭ জানুয়ারি ২০২৫  

এমবাপ্পে মেসিকে হিংসা করতো: নেইমার


ব্রাজিলের তারকা নেইমার জানিয়েছেন, ২০২১ সালে লিওনেল মেসি যখন পিএসজিতে যোগ দেন তখন কিলিয়ান এমবাপ্পে তাকে কিছুটা হিংসা করতেন। অবশ্য সেটার কারণ ছিলেন নেইমার নিজে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক পডকাস্টে তিনি এমনটাই বলেছেন সাবেক পিএসজি তারকা।

পডকাস্টে বিশ্বকাপ জয়ী রোমারিও ৩২ বছর বয়সী নেইমারকে জিজ্ঞাসা করেন এমবাপ্পে কি বিরক্তিকর? জবাবে নেইমার বলেন, ‘‘না, সে বিরক্তিকর নয়। তার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তার সঙ্গে আমার কিছুটা ঝামেলা ছিল। কিন্তু সে আমাদের দলের জন্য অপরিহার্য ছিল। তাকে আমি গোল্ডেন বয় বলে ডাকতাম।’’

‘‘আমি সব সময় তার সঙ্গে খেলেছি। সে বিশ্বের অন্যতম সেরা হওয়ার দৌড়ে ছিল। আমি সর্বদা সহায়তা করতাম, তার সঙ্গে কথা বলতাম। মাঝে মাঝে সে আমার বাসায় আসতো। আমরা একসঙ্গে রাতের খাবার খেতাম। আমাদের মধ্যে খুব ভালো সময় কেটেছিল। কিন্তু যখন মেসি আসলো তখন সে কিছুটা হিংসুটে হয়ে উঠলো। সে আসলে চাইতো না আমার সঙ্গে অন্য কারও খুব ভালো সম্পর্ক তৈরি হোক। আমাদের দুজনের মধ্যে অন্য কেউ আসুক। এরপর আমাদের মধ্যে ঝামেলা হলো। আমাদের আচরণে পরিবর্তন আসলো।’’

এমবাপ্পে মোনাকো থেকে ২০১৭ সালে পিএসজিতে যোগ দিয়েছিল। একই বছর নেইমারও রেকর্ড দল বদল ফিতে বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছিলেন পিএসজিতে। তাদের দুজনকে পিএসজি দলে নিয়েছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার জন্য। যদিও সেটা এখনও তাদের জেতা হয়নি।

ঢাকা/আমিনুল



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত