আগামী অক্টোবর-নভেম্বরে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফর করবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেখানে চারটি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে এ খবর।
তাদের প্রতিবেদনে এসেছে, অক্টোবরের ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেখানে তারা দুটি ম্যাচ খেলবে। এরপর নভেম্বরে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে। সেখান থেকে আর্জেন্টিনা দল যাবে কাতারে।
সূচি অনুযায়ী, বাছাইপর্ব শেষে বিশ্বকাপের আগপর্যন্ত আর্জেন্টিনার আর খেলা নেই। তাই ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচগুলোর প্রতিপক্ষ ঠিক করে রাখছে কাজ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এশিয়ার দুই দেশ কাতার ও চীন সফরে আর্জেন্টিনার তিন ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে, আয়োজক দেশ দুটির সঙ্গে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে।
এমএমআর/এমএস