*পত্রলিখন: নম্বর–১০
[উত্তর করতে হবে ২টি থেকে ১টির]
এসএসসি পরীক্ষায় সাধারণত আবেদনপত্র, ব্যক্তিগত পত্র, সংবাদপত্রে প্রকাশিত পত্র, ব্যবসায়িক পত্র ইত্যাদি থেকে যেকোনো দুই ধরনের পত্র থাকে, যার মধ্যে একটির উত্তর লিখতে বলা হয়। প্রতিটি পত্রেরই নিয়মকানুন আলাদা, যেমন—
*ব্যক্তিগত পত্র
একান্ত ব্যক্তিগত বা জাতীয় গুরুত্বপূর্ণ যেকোনো বিষয় নিয়ে মা–বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছে যে পত্র লেখা হয়, সেটিই ব্যক্তিগত পত্র। বাংলার নিজস্ব রীতিতে ব্যক্তিগত পত্র লিখতে হয়। অর্থাৎ লেখার ক্রমানুসারে ব্যক্তিগত পত্রের পাঁচটি অংশ থাকে, যেমন—
১. প্রথমেই পত্রের ওপরে ডান দিকে পত্র লেখার তারিখ ও প্রেরকের সংক্ষিপ্ত ঠিকানা,
২. পত্রের শুরুতেই প্রাপকের উদ্দেশে সম্ভাষণ/সম্বোধন,
৩. মূল চিঠি/পত্র গর্ভ,
৪. পত্রের শেষে নিচে ডান দিকে ইতি/বিদায় সম্ভাষণ এবং সবশেষে
৫. শিরোনাম/খাম।
অনেকেরই একটা ভুল ধারণা, শুধু খাতার বাঁ পৃষ্ঠা থেকে পত্র লিখতে হয়। আসলে যেকোনো জায়গা থেকেই পত্র লেখা শুরু করা যায়। মূলত দুই থেকে তিন পৃষ্ঠার মধ্যে ভালো একটি ব্যক্তিগত পত্র লিখতে পারো।