Homeদেশের গণমাধ্যমেএস্পানিওলকে হারিয়ে ২৮তম লিগ শিরোপা জয় নিশ্চিত বার্সার

এস্পানিওলকে হারিয়ে ২৮তম লিগ শিরোপা জয় নিশ্চিত বার্সার


প্রথমার্ধে বার্সাও গোলের সুযোগ পেয়েছে। ইয়ামাল-তোরেসরা সুযোগ কাজে লাগাতে পারেননি। কিন্তু বিরতির পর ৫৩ মিনিটে ডান প্রান্ত থেকে ইয়ামালের বাঁ পায়ের ‘ট্রেডমার্ক’ বাঁকানো শটে গোল পেয়ে যায় বার্সা। চলতি মৌসুমে এটি ইয়ামালের ১৭তম গোল। চোখ ধাঁধানো এই গোলের পর বার্সা ম্যাচের শেষ গোলটি পেয়েছে যোগ করা সময়ের পাঁচ মিনিটে। বক্সের ভেতর অরক্ষিত বল পেয়ে শট নেন তোরেস। পাসের উৎস ছিলেন ইয়ামাল। এবার লা লিগায় এ নিয়ে ১৩ গোল করালেন ইয়ামাল। গোল করানোয় তাঁর ওপরে আর কেউ নেই।

নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে ১০ জনে পরিণত হয়েছিল এস্পানিওল। ৮০ মিনিটে ইয়ামালকে কনুই দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন এস্পানিওলের উরুগুয়ে ডিফেন্ডার লেয়ান্দ্রো কাবরেরা।

ম্যাচ শুরুর আগে এস্পানিওলের স্টেডিয়ামের পাশেই একটি দুঃখজনক ঘটনা ঘটে।একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জনতাকে চাপা দেয়। স্পেনের মেডিকেল ইমার্জেন্সি সিস্টেম (এসইএম) জানিয়েছে, এই দূর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে এস্পানিওলের সমর্থকেরাও আছেন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত