Homeদেশের গণমাধ্যমেএ দেশের মাটিতে কোনো জালিমের জায়গা হবে না: উপাচার্য ফজলুল হক

এ দেশের মাটিতে কোনো জালিমের জায়গা হবে না: উপাচার্য ফজলুল হক

[ad_1]


|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ১০ ডিসেম্বর ২০২৪  

এ দেশের মাটিতে কোনো জালিমের জায়গা হবে না: উপাচার্য ফজলুল হক


বাংলাদেশের মাটিতে কোনো জালিমের জায়গা হবে না জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‘ময়মনসিংহ মুক্ত দিবস’ উদযাপন কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতোই আমরা জুলাই মাসেও জালিম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং আগস্ট মাসে বিজয় অর্জন করেছি। এ দেশের মাটিতে কোন জালিমের জায়গা হবে না। আমাদের সতর্ক থাকতে হবে, যেন কোন জালিম সরকার বা গোষ্ঠী আমাদের দমিয়ে রাখতে না পারে। সবাই স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার পাবে।”

তিনি আরো বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, তা ১৬ ডিসেম্বর কাঙ্ক্ষিত বিজয়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়। এর আগে, ১০ ডিসেম্বর ময়মনসিংহ শত্রু মুক্ত হয়। এই শত্রু মুক্তির সংগ্রামে বাকৃবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অসামান্য ভূমিকা রেখেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।”

এর আগে, সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ‘ময়মনসিংহ মুক্ত দিবস’ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য। এরপর বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন শেষে সেখান থেকে প্রশাসনিক ভবনের সামনে থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য, জাতীয় দিবস উদযাপন কমিটি এবং এরপরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আতাউর রহমানসহ শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহের সঞ্চালনায় অনুষ্ঠানে উপাচার্য ছাড়াও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক ড. মো. আসাদুজ্জামান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/লিখন/মেহেদী



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত