[ad_1]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পথচারী তৌফিকুল ইসলাম হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আসামিকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. হানিফ তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত বুধবার দিনগত রাতে গুলশান এলাকা থেকে হিরুকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন বৌদ্ধ মন্দিরের সামনে আত্মীয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিলেন পথচারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩)। সকাল ১১টার দিকে আসামিদের গুলিতে ভুক্তভোগীর মূত্রথলি ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় গত ২১ আগস্ট নিহতের স্ত্রী ইসমেত জাহান ইলোরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১২ জনের নামে বাড্ডা থানায় মামলা করেন।
[ad_2]
Source link