Homeদেশের গণমাধ্যমেকত কোটি টাকায় ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন অমিতাভ?

কত কোটি টাকায় ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন অমিতাভ?

[ad_1]

প্রকাশিত: ১২:৩৫, ২১ জানুয়ারি ২০২৫  
আপডেট: ১২:৩৬, ২১ জানুয়ারি ২০২৫

কত কোটি টাকায় ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন অমিতাভ?

অমিতাভ বচ্চন


বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন তার মুম্বাইয়ের ওশিওয়ারার ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছেন। চলতি মাসে ৮৩ কোটি রুপিতে এটি বিক্রি করেন ‘নসীব’খ্যাত এই তারকা।  

ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের (আইজিআর) ওয়েবসাইট স্কয়ার ইয়ার্ডসের তথ্য অনুসারে, ওশিওয়ারার ক্রিস্টাল গ্রুপের একটি আবাসিক প্রকল্প দ্য আটলান্টিসে অবস্থিত অমিতাভের অ্যাপার্টমেন্ট; যা ১.৫৫ একর জুড়ে বিস্তৃত। অমিতাভের অ্যাপার্টমেন্টের কার্পেট এরিয়া ৫ হাজার ১৮৫.৬২ বর্গফুট। তা ছাড়াও ৪৪৫.৯৩ বর্গমিটারের প্রশস্ত টেরেস এবং ছয়টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।

২০২১ সালের এপ্রিলে ৩১ কোটি রুপিতে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন অমিতাভ বচ্চন। কয়েক বছর পর ৮৩ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১১৬ কোটি ৪১ লাখ টাকার বেশি) বিক্রি করেছেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

অমিতাভ বচ্চন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভেট্টিয়ান’। অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড শাহেনশাহ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত।

গত বছরের ১০ অক্টোবর বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পায় ‘ভেট্টিয়ান’। টি. জে. জ্ঞানভেল পরিচালিত এই সিনেমা বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেননি।

ঢাকা/শান্ত



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত