খল চরিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী মিশা সওদাগরের স্ত্রী ও সন্তানেরা এখন বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রের ডালাসে থাকেন। কাজের ফাঁকে মিশাও ছুটে যান তাঁদের কাছে। এদিকে দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে মিশা অভিনীত ‘বরবাদ’। এ সময়টায় দেশে নেই এই অভিনয়শিল্পী। ফেসবুকে এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘কথা যতক্ষণ মুখের ভেতরে থাকবে, সে আপনার গোলাম। আর আপনি যখন কথা বলে ফেললেন, তখন আপনি কথার গোলাম। সাবধানে কথা বলি।’