[ad_1]
একে তো কনকনে শীত। গাজীপুরের পুবাইলে তখন ছিল হালকা কুয়াশা। এর মধ্যে আবার শুটিং, দৃশ্যটা পানির মধ্যে নামার। পুকুরের পানি এমনিতেই অনেক ঠান্ডা। সেই পানিতে শুটিং করতেও লাগবে দীর্ঘ সময়। কীভাবে অভিনয়শিল্পীদের দীর্ঘ সময়ের জন্য পানিতে থাকতে বলবেন, এ নিয়ে চিন্তিত ছিলেন পরিচালক সৈয়দ শাকিল। তবে পেশাগত জায়গায় কোনো ছাড় দেননি কেউ।
কথা হয় নির্মাতা সৈয়দ শাকিলের সঙ্গে। জানান, দৃশ্যটা নিয়ে চিন্তিত ছিলেন। কারণ, এসব অভিনয়শিল্পী শহরের বাসিন্দা। তাঁদের গ্রামের পুকুরে নামার অভিজ্ঞতা কম। এর মধ্যে আবার পুকুরে কচুরিপানা। শরীরে এলার্জির সমস্যা হতে পারে। এসব চিন্তার মধ্যে অভিনয়শিল্পী এজাজুল ইসলাম, মীর সাব্বির, আরফান আহমেদ ও আলমগীর সহযোগিতা করেন।
[ad_2]
Source link