Homeদেশের গণমাধ্যমেকবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত আবুলের মরদেহ

কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত আবুলের মরদেহ

[ad_1]

কবর থেকে তোলা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চাঁদপুরের আবুল হোসেনের লাশ। নিহতের ৫ মাস পর ময়নাতদন্তের জন্য এ লাশ উত্তোলন করেছে পুলিশ।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে শহীদ আবুল হোসেনের মরদেহ উত্তোলন করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিতে নিহত হন আবুল হোসেন। পরে তার সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্সের ঠিকানার সূত্র ধরে তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়ায় নিয়ে যান তার সঙ্গীরা। সেখানেই কবরস্থ করা হয় আবুল হোসেনকে। পরে নিহত আবুল হোসেনের মা শাহিদা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা দায়ের করেছিলেন।

এদিকে আবুল হোসেনের লাশ ময়নাতদন্ত না করে দাফন করায় লাশটি কবর থেকে উত্তোলন করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার এসআই মো. মিজানুর রহমান। তিনি জানান, গত ২১ আগস্ট ফতুল্লা থানায় একটি মামলা হয়। এতে ৮০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করা হয়। মামলার তদন্তের স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়।

এদিকে নিহত আবুল হোসেনের পরিবারের দাবি, তারা যেন এই নির্মম হত্যার সুষ্ঠু বিচার পান। সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত