১২ ডিসেম্বর থেকে বার্লিনের নয়েকোলন এলাকার একটি হাসপাতালে কৃত্রিম কোমায় ছিলেন দাউদ হায়দার। মারাত্মক দুর্ঘটনা বা সংবেদনশীল কোনো অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা নিরাময়প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে অ্যানেসথেসিয়া দিয়ে রোগীকে এ ধরনের কোমায় রাখেন।
কবি দাউদ হায়দার রাইনিকেডর্ফ এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে একাকী বসবাস করতেন। সেখানে সিঁড়িতে পড়ে গিয়ে তিনি জ্ঞান হারান। এ সময় তাঁর মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়। অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে এত দিন কৃত্রিম কোমায় রাখা হয়েছিল। শারীরিক অবস্থার কিছুটা উন্নত হলে তাকে সাধারণ কোমায় রাখা হয়।