[ad_1]
বলা হচ্ছে, ভবিষ্যতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে কমলার নিজের কোনো তাড়াহুড়া নেই। তিনি উপদেষ্টা ও সমর্থকদের বলছেন, ২০ জানুয়ারি অভিষেকের দিনটির পর সব রকম সম্ভাবনার জন্যই তাঁর মন খোলা রয়েছে।
কমলা এখন তাঁর গত কয়েক মাসের কাজগুলো খতিয়ে দেখছেন। মাত্র ১০৭ দিনে তিনি একাধারে নির্বাচনী প্রচারণা ঢেলে সাজিয়েছেন, রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট ঠিক করেছেন, দলের জাতীয় সম্মেলনে নেতৃত্ব দিয়েছেন এবং দেশজুড়ে চষে বেড়িয়েছেন।
তা ছাড়া কমলার সহকারীরা মনে করিয়ে দিচ্ছেন, তিনি এখনো অন্তত দুই সপ্তাহ, অর্থাৎ ২০ জানুয়ারি ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকছেন।
কমলার ঘনিষ্ঠ মিত্র ও নির্বাচনী প্রচারণায় তাঁর উপদেষ্টা ডোনা ব্রাজিল বলেন, ‘তাঁকে সিদ্ধান্ত নিতে হবে; কিন্তু যতক্ষণ আপনি একটা দায়িত্বের চাকায় ঘুরছেন, ততক্ষণ সিদ্ধান্ত নেওয়া যায় না। সে ঘোরার গতি হয়তো কমেছে, কিন্তু ২০ জানুয়ারি পর্যন্ত এই চাকার পাঁকেই তিনি বাঁধা আছেন।’
[ad_2]
Source link