Homeদেশের গণমাধ্যমেকমিউনিটি ব্যাংকে ট্রাফিক মামলার জরিমানা দেওয়া যাবে

কমিউনিটি ব্যাংকে ট্রাফিক মামলার জরিমানা দেওয়া যাবে

[ad_1]

এখন থেকে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার জরিমানা দেওয়া যাবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক এবং ডিএমপির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান এবং কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুল কাইয়ুম খান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অতিথিদের নিয়ে কেক কেটে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার জরিমানা প্রদানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে একটি পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশনের মাধ্যমে ট্রাফিক মামলার জরিমানা প্রদান পদ্ধতি এবং এর ফলে গ্রাহকদের সুবিধা তুলে ধরেন।

ডিএমপি কমিশনার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধের বিষয়ে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণকে স্বাগত জানান এবং সফলতা কামনা করেন। তিনি এই বিষয়টিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছেন তারাসহ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কমিউনিটি ব্যাংকের পাশাপাশি বর্তমানে প্রচলিত পদ্ধতিতে ও ট্রাফিক মামলার জরিমানা প্রদান করা যাবে।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত