[ad_1]
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কয়রা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, তরুণ শিক্ষার্থীদের হইহুল্লোড়ে পুরো পরিষদ চত্বরে উৎসবের আমেজ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ১০টি দলে ভাগ করা হয়েছে সেখানে। তরুণ শিক্ষার্থীরা নিজ নিজ দলের হয়ে নতুন বাংলাদেশ নিয়ে তাঁদের স্বপ্নের কথাগুলো লিখছেন কাগজে। প্রতিটি কাগজের ওপরে বড় করে লেখা, ‘আগামীর বাংলাদেশ আমরা যেমন দেখতে চাই’।’
কয়রা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় থেকে অনুষ্ঠানে এসেছিলেন আছিয়া সুলতানা। সে বলে, ‘খুব ভালো লাগছে। আমাদের স্বপ্নের কথাগুলো বলতে পারছি। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেখানে কোনো হিংস্রতা নেই, দুর্নীতি নেই, চাঁদাবাজি, ডাকাতি, ধর্মীয় উপাসনালয়ে হামলা নেই। আমরা রক্ত দিয়ে এ দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। আমরা দেশের মানুষকে বোঝাতে চাই যে শিক্ষার্থীরা দেশকে পাল্টাতে পারবে।’
[ad_2]
Source link