Homeদেশের গণমাধ্যমেকলকাতায় আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার

কলকাতায় আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার

[ad_1]

ভারতের পশ্চিমবঙ্গে চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানা গেছে। তারা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সিলেট অঞ্চলের নেতাকর্মী। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। খবরে দাবি করা হয়েছে, ধর্ষণের অভিযোগে কলকাতা পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করেছে শিলং পুলিশ।

গ্রেফতার চার জন হলেন– সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন এবং মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমদ জুয়েল।

ভারতের জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই পালিয়ে ভারতে আশ্রয় নেন। তাদের কেউ কেউ শিলংয়ে গিয়ে আত্মগোপন করেন। সেখানে গা ঢাকা দেওয়ার সময় একটি ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী মোট ছয় জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় চার জনকে গ্রেফতার করা হলেও বাকি দুজন পলাতক।

পলাতক দুজন হলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, নাসির উদ্দিন খানসহ ওই ছয় জন দেশ ছেড়ে যাওয়ার পর শিলং বাজার থেকে খানিকটা দূরে একটি ফ্ল্যাটে উঠেছিলেন। তবে শিলংয়ে শীতের প্রকোপ বাড়ায় গত ১ ডিসেম্বর তারা কলকাতা চলে যান।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত