Homeদেশের গণমাধ্যমেকলাপাড়ায় শিশুকে ধর্ষণ | সারা বাংলা

কলাপাড়ায় শিশুকে ধর্ষণ | সারা বাংলা

[ad_1]


পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ৫ জানুয়ারি ২০২৫  

কলাপাড়ায় শিশুকে ধর্ষণ


পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কাশেম (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের মাহবুব গাজীর বাড়িতে কাশেম শ্রমিকের কাজ করেন। শনিবার (৪ জানুয়ারি) ভোরে প্রতিবেশীর এক শিশুকে তার মায়ের পাশ থেকে ডেকে নিয়ে আসেন কাসেম। ওই শিশুর মা শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় তিনি বিষয়টি বুঝতে পারেননি। ওই শিশুকে পাশের বিলে নিয়ে ধর্ষণ করে একঘণ্টা পর ফের বাড়িতে নিয়ে আসে।

ওই শিশুর মামি বলেন, ‘‘আমার ভাগ্নি বিষয়টি তার মাকে বললে তেমন গুরুত্ব দেননি। তবে দুপুরের দিকে এলাকায় বিষয়টি জানাজানি হয়। এছাড়া অতিরিক্ত রক্তক্ষরণে আমার ভাগ্নি নিস্তেজ হয়ে পড়ে। খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।’’ তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

 

ঢাকা/ইমরান/বুকল



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত