[ad_1]
খাবারদাবার নিয়ে আমাদের মধ্যে নানা রকম ধারণা চালু রয়েছে। যেগুলোর কিছুর বৈজ্ঞানিক ভিত্তি আছে, আবার কিছু একবারেই অবান্তর। তেমনই একটি ধারণা হলো, শীতকালে কলা খাওয়া নিয়ে। অনেকের ধারণা, শীতের সময় কলা খেলে সর্দি–কাশি হতে পারে।
প্রথমেই একটি বিষয় পরিষ্কার হয়ে যাওয়া প্রয়োজন, কলা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয় যে তা থেকে সর্দি–কাশির মতো সংক্রমণ হবে। তবে কলা একটি উচ্চ হিস্টামিনযুক্ত খাবার, যা মিউকাস বা শ্লেষ্মা বেশি তৈরি করে দিতে পারে। এ জন্য যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে, যেমন অ্যাজমা, নাকে পানি ঝরা, হাঁচি ইত্যাদি তাঁদের ক্ষেত্রে কলা খেলে কখনো কখনো সমস্যা করতে পারে। এ ছাড়া কেউ সর্দি–কাশিতে ইতোমধ্যে আক্রান্ত হয়ে থাকলে, তার জন্যও ওই সময়টা কলা পরিহার করা ভালো।
[ad_2]
Source link