[ad_1]
নানা বিষয়ে ভীতির কথা শোনা যায়। কেউ তেলাপোকা দেখে ভয় পান, কারও-বা থাকে উচ্চতাভীতি। তাই কলা দেখে ভয় পাওয়ার কথা কে কবে শুনেছে? বিরল এই ‘ব্যানানাফোবিয়া’ বা ‘কলাভীতি’ রয়েছে সুইডেনের লিঙ্গ সমতাবিষয়ক মন্ত্রী পাওলিনা ব্রান্ডবার্গের।
ব্যানানাফোবিয়া বা কলাভীতিতে উপসর্গ হিসেবে গুরুতর উদ্বেগ এবং বমি বমি ভাব হতে পারে। সাধারণত কলা দেখে বা কলার গন্ধে এসব উপসর্গ দেখা দিতে পারে।
এ কারণে ব্রান্ডবার্গ যখনই কোনো সফরে বাইরে যান, তাঁর দপ্তরের কর্মীরা আগেই ই-মেইল করে সেই জায়গাকে ‘কলামুক্ত’ রাখার অনুরোধ জানান। এমনকি বিশেষ মধ্যাহ্নভোজনের আয়োজনেও কলা ‘না রাখার’ জন্য বলা হয়। ই-মেইলে এর কারণ হিসেবে বলা হয়, কলায় ব্রান্ডবার্গের ‘মারাত্মক অ্যালার্জি’ রয়েছে।
[ad_2]
Source link