[ad_1]
রোহিতের কি মনে হয়েছে, ইশ! চার–ছক্কার লোভে ওভাবে জোর করে পুল খেলতে গিয়ে যদি আউট না হতাম, তাহলে ম্যাচটা হয়তো এভাবে মুঠো ফসকে বেরিয়ে যেত না!
দলীয় ১৩ রানে ১১ বলে ১১ করে ভারতের প্রথম উইকেট হিসেবে আউট হওয়া রোহিত অবশ্য আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করেছেন ম্যাচ–পরবর্তী পুরস্কার বিতরণীতে, ‘স্কোরবোর্ডে রানও তুলতে হবে। তখন আমার মাথায় এটাই ছিল। কিন্তু পরিকল্পনাটা কাজে লাগেনি, আর যখন এমন কিছু ঘটে, তখন সেটা ভালোও দেখায় না। ব্যাটিংয়ে নামার সময় কিছু ভাবনা তো থাকেই। কিন্তু এ সিরিজে সেসব কাজে লাগেনি। ব্যাপারটা হতাশার।’
রোহিতের দৃষ্টিতে দল হিসেবে ভারত ভালো ক্রিকেট খেলতে পারেনি। সব ভুল স্বীকার করেই তিনি বলেছেন, ‘টেস্ট ম্যাচ হার, সিরিজ হার, মোটেও সহজ বিষয় নয়, এমন কিছু যা সহজে হজম হয় না। তবে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। আমরা সেটা জানি এবং তা মেনেও নিচ্ছি। গোটা সিরিজেই নিউজিল্যান্ড আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। সিরিজে আমরা অনেক ভুল করেছি, এগুলো স্বীকার করতেই হবে।’
[ad_2]
Source link