[ad_1]
প্রশ্ন: আমি একজন প্রবাসী। গত বছর দেশে গিয়ে বিয়ে করি। কনে দেখার পর এক রাতের সিদ্ধান্তে সাত লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে হয়। আমার যে ভুল একটা মানুষের সঙ্গে বিয়ে হয়েছে, বিয়ের পর সেটা বুঝতে পারি। বিয়ের পরপরই মতপার্থক্য এমন পর্যায়ে পৌঁছায় যে ছয় মাসের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। বিয়েতে স্ত্রীকে দেওয়া ৬ ভরি সোনার গয়না সে তার বাবার বাড়ি যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যায়। সোনার বিষয়টি এ জন্যই উল্লেখ করছি, কারণ কাবিনে এই গয়না উসুল দেখানোর কথা ছিল। কিন্তু ভুলবশত সেটা করা হয়নি। যেহেতু আমি বর, তাই স্বাক্ষর করার সময় এ বিষয়টি খুঁটিয়ে দেখার মতো পরিবেশ পাইনি। পরে কাবিননামা তুলতে যখন কাজির কাছে গিয়েছি, তখন টের পেয়েছি, আর ততক্ষণে দেরি হয়ে গেছে।
রেজিস্ট্রি চিঠির মাধ্যমে ডিভোর্স লেটার স্ত্রীর হাতে পৌঁছানোর পর দুই পক্ষ দেনমোহরের মীমাংসা করার চেষ্টা করেও সমাধানে আসতে পারেনি। কারণ, কাবিনে সোনার উসুল লেখা হয়নি। বর্তমানে সোনার ভরি দেড় লাখ টাকার বেশি। ৬ ভরি সোনা দেওয়ার পরও শুধু কাবিনে উসুল উল্লেখ না থাকায় আমাকে আবার দেনমোহরের সাত লাখ টাকা দিতে হচ্ছে। তবে বিয়েতে ৬ ভরি সোনা দিয়ে আবার এখন সাত লাখ টাকা দেনমোহর পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়।
এত পরিশ্রমের অর্থ দিয়ে শখ করে গয়না কিনলাম, কিন্তু শুধু একমুহূর্তের ভুলের এমন মাশুল দিতে হবে! কাবিননামায় উসুলের কলাম না পড়ে স্বাক্ষর করার মূল্য কি এভাবে দিতে হবে? আমার কি কিছুই করার নেই?
নাম প্রকাশে অনিচ্ছুক।
[ad_2]
Source link