[ad_1]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা দিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মানুষ যাতায়াত করেন। একসঙ্গে বিপুলসংখ্যক যানবাহন চলাচলের কারণে এখানে প্রায়ই যানজট তৈরি হয় বলে জানিয়েছেন চালকেরা।
সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দির শহীদনগর এলাকায় আটকে থাকা ইউনিক পরিবহনের বাসচালক বিল্লাল হোসেন বলেন, সকাল ছয়টায় ঢাকা থেকে রওনা দিয়ে পৌনে সাতটায় ভবেরচর এলাকায় যানজটে পড়ি। এরপর ১৮ কিলোমিটার যেতে সময় লেগেছে পৌনে ৩ ঘণ্টা। বাসের যাত্রী মোস্তাক আহমেদ বলেন, যানজট আর তীব্র গরমে বাসের যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। কখন এই দুর্ভোগ শেষ হবে, তা কেউ জানে না।
[ad_2]
Source link