Homeদেশের গণমাধ্যমে‘কার বউ কী করলেন, সেই তথ্য আমাদের কাছে থাকে না’

‘কার বউ কী করলেন, সেই তথ্য আমাদের কাছে থাকে না’

[ad_1]

ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা যীশু সেনগুপ্ত। ব্যক্তিগত জীবনে নীলাঞ্জনার সঙ্গে ঘর বাঁধেন তিনি। এ সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। গত বছরের মাঝামাঝি সময়ে নেটদুনিয়ায় জোর গুঞ্জন চাউর হয়, ভেঙে যাচ্ছে যীশু-নীলাঞ্জনার সংসার। চলতি বছরে তা আরো জোরোলো হয়েছে। কলকাতা ছেড়ে মুম্বাই গিয়ে বসবাস করছেন নীলাঞ্জনা।

অভিনেতা শাশ্বত চ্যাটার্জির ঘনিষ্ঠ বন্ধু যীশু। বন্ধুর সংসার ভেঙে যাচ্ছে, এ পরিস্থিতিতে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এ প্রশ্ন আগেই উঠেছে। কিন্তু শাশ্বত কখনো মুখ খুলেননি। এ বিষয়ে কথা বলতে শাশ্বত চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করে ভারতীয় একটি গণমাধ্যম।

কথার শুরুতে প্রশ্ন ছুড়ে দিয়ে শাশ্বত চ্যাটার্জি বলেন, “কী মন্তব্য করব? আমি তো কিছু জানতামই না। আমার স্ত্রীর কাছ থেকে ঘটনার কথা প্রথম জানতে পারি।”

খানিকটা বিরক্তি নিয়ে শাশ্বত চ্যাটার্জি বলেন, “আসলে আমাদের পুরুষদের মধ্যে এই বিষয়ে আলোচনা হয় না খুব একটা। ওর বউ কী করলেন, এর বউ কী করলেন, সেই তথ্য আমাদের কাছে থাকে না।”

শাশ্বতের স্ত্রী মহুয়ার সঙ্গে নীলাঞ্জনার গভীর বন্ধুত্ব। প্রায়ই একসঙ্গে তারা আনন্দ, গল্পে মেতে ওঠেন। সেই মুহূর্তের ছবিও রয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নীলাঞ্জনার ছবি পোস্ট করে মহুয়া লেখেন, “আমার চেনা অন্যতম শক্তিশালী ও দারুণ মহিলার জন্য ভীষণ ভীষণ গর্বিত। সব সময় তোমার পাশে আছি।” এই পোস্ট নিজের স্টোরিতে শেয়ার পাল্টা ভালোবাসাও জানান নীলাঞ্জনা।

সংসার ভাঙার বিষয় নিয়ে নীলাঞ্জনা-যীশু কেউই মুখ খুলেননি। তবে সংসার ভাঙতে যাওয়ার নেপথ্যের কারণ নিয়ে কয়েক মাস আগে ভারতীয় একটি গণমাধ্যম খবর প্রকাশ করে। তাতে জানানো হয়, টলিউডের হ্যান্ডসাম নায়কের প্রেমে পড়েছেন গুজরাটের কন্যা শিনাল সুর্তি! শুধু প্রেম নয়, মুম্বাইয়ে একসঙ্গে থাকছেনও যীশু ও শিনাল! যীশু সেনগুপ্তর সহায়ক হিসেবে কাজ করছেন শিনাল। প্রায় ৫ বছর ধরে যীশুর সমস্ত কাজ সামলাচ্ছেন তিনি।

দীর্ঘদিন ধরে মুম্বাই ও দক্ষিণী ইন্ডাস্ট্রির কাজ নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন যীশু। খুব কম সময় কলকাতায় থাকছেন যীশু। এই দূরত্বই নাকি কাল হয়েছে যীশু-নীলাঞ্জনার দাম্পত্য জীবনে! সোশ্যাল মিডিয়ায় যীশুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীলাঞ্জনা। ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন, সঙ্গে মুছে ফেলেছেন সেনগুপ্ত পদবি। এখন তিনি শুধুই নীলাঞ্জনা। পাশাপাশি যীশুর সঙ্গে তোলা নিজের অধিকাংশ ছবি ডিলিট করেছেন তিনি।

২০০৪ সালে নীলাঞ্জনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন যীশু সেনগুপ্ত। টিভি ধারাবাহিকে যীশু তখন জনপ্রিয় মুখ। অঞ্জনা ভৌমিকের বড় কন্যা নীলাঞ্জনাও তখন অভিনয়জগতে বেশ জনপ্রিয়। তারপর যীশু-নীলাঞ্জনার সংসার আলো করে আসে সারা এবং জারা নামে দুই কন্যাসন্তান। সন্তান-সংসারই নীলাঞ্জনার ধ্যানজ্ঞান হয়ে ওঠে। কিন্তু সেই সুখের সংসারে ভাঙনের সুর বাজছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত