Homeদেশের গণমাধ্যমেকাশ্মীরে হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনা দাবি করা একজনের

কাশ্মীরে হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনা দাবি করা একজনের


কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়েছে। দুই দেশের পক্ষ থেকে বিধিনিষেধের পর যুদ্ধ বাধার শঙ্কাও তৈরি হয়েছে।

তবে পাকিস্তানের পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা পেহেলগাম হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ হামলা বলে অভিহিত করেছেন। অর্থাৎ এ হামলার পেছনে ভারতকেই দায়ী করেছেন তারা, জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এবার এ বিষয়ে মুখ খুলেছেন এক ভারতীয় সেনা। তিনি জানান, হামলার লক্ষণগুলো ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ হামলা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।



ভিডিওতে ওই ব্যক্তি নিজেকে ভারতীয় সেনা কর্মকর্তা দাবি করে বলছেন, ‘আমি অশোক কুমার, ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি; যা আমার বিবেককে তাড়া করছে। পেহেলগাম হামলা জনগণকে যা দেখানো হচ্ছে, তা সম্পূর্ণ সত্য নয়। হামলায় গোয়েন্দা তথ্যের ব্যর্থতা ও মিডিয়ার গল্প—এসব কিছু গভীর প্রশ্নের জন্ম দেয়। আমার সৈনিক জীবনে আমি বহু অপারেশন দেখেছি কিন্তু এটা ছিল একেবারে ভিন্ন। এর লক্ষণগুলো “ফলস ফ্ল্যাগ” অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়। এমন এক হামলা, যা বাইরে থেকে “জঙ্গি” হামলার মতো দেখায় কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করে।

তিনি বলেন, ‘সবচেয়ে সত্য কথা হলো এই— আমাদের সৈনিক, আমাদের সিপাহি কয়েক ঘণ্টা আহত অবস্থায় মাটিতে পড়ে ছিল কিন্তু তাদের ওঠানোর জন্য কেউ আসেনি। কোনো মেডিকেল সাহায্য, কোনো কমান্ডো অফিসার আসেননি। এমন লাগছিল যেন, তা আগে থেকেই সাজানো ছিল।’

ঘটনার সত্যতা নিয়ে অশোক কুমার বলেন, ‘একজন সৈনিক হিসেবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা করা নয় বরং সত্যকেও রক্ষা করা। ধোঁকার সামনে চুপ থাকা দেশপ্রেম নয়। সত্য প্রকাশ হওয়া উচিত, তা যত কঠিনই হোক না কেন।’

তবে ছড়িয়ে পড়া এই ভিডিও এবং অশোক কুমার ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা কি না, এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত