Homeদেশের গণমাধ্যমেকিপারের বীরত্বে টাইব্রেকারে আর্সেনালকে হারালো ১০ জনের ম্যানইউ

কিপারের বীরত্বে টাইব্রেকারে আর্সেনালকে হারালো ১০ জনের ম্যানইউ

[ad_1]

আর্সেনালকে আক্ষেপে পুড়িয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠলো ম্যানচেস্টার ইউনাইটেড। ১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়েও একই স্কোর ছিল। এক ঘণ্টার মতো একজন কম নিয়ে খেলেও টাইব্রেকারে ৫-৩ গোলে জিতেছে ইউনাইটেড।

আর্সেনালের ভাগ্য মন্দ বলা চলে। বিতর্কিত অফসাইডে তাদের শুরুর দিকের গোল বাতিল হয়। এরপর পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ। শেষ আধঘণ্টায় ১০ জনের ম্যানইউকে পেয়ে সমতা ফেরালেও একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে।

পেনাল্টি শুটআউটে কাই হ্যাভার্জের মিস গড়ে দেয় পার্থক্য। জশুয়া জির্কজির শট জাল কাঁপালে জয়ের আনন্দে ভাসে ম্যানইউ।

এমিরেটসে ৫২তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের বাঁকানো শট জালে জড়ালে লিড নেয় ম্যানচেস্টার ক্লাব। ১১ মিনিট পর গ্যাব্রিয়েল মেগালহায়েস সমতা ফেরান। তার মিনিট খানেক আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিওগো ডালোট।

ইউনাইটেড কিপার এটলি বায়িন্দির দারুণ সেভে মার্টিন ওডেগার্ডের পেনাল্টি ঠেকিয়ে স্বাগতিকদের হতাশ করেন। গানাররা পরে আরও সুযোগ নষ্ট করে।

অতিরিক্ত সময়ে ১-১ গোলে খেলা শুরু হয়। ওডেগার্ডকে থামানোর পর টাইব্রেকারে হ্যাভার্জের শট সেভ করে জয়ের নায়ক অতিথি কিপার বায়িন্দির।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত