[ad_1]
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৪৮, ৯ ডিসেম্বর ২০২৪

কিশোরগঞ্জের মিঠামইনে অবস্থিত ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশিদের মালিকানাধীন প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল-সিআইসি। এসময় তারা সেখান থেকে চারটি কম্পিউটারের হার্ডডিস্ক ও কিছু নথিপত্র জব্দ করেন।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা থেকে আসা জাতীয় রাজস্ব বোর্ডের একটি টিম দুই ঘণ্টা ধরে এই রিসোর্টে অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন এনবিআরের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী। এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
চাঁদ সুলতানা চৌধুরানী জানান, সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের তদন্তের অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে। তদন্ত শেষে রিপোর্ট দাখিলের পর বিস্তারিত জানা যাবে।
ঢাকা/রুমন/মাসুদ
[ad_2]
Source link