Homeদেশের গণমাধ্যমেকুড়িগ্রামে কমছে তাপমাত্রা, বাড়ছে ভোগান্তি

কুড়িগ্রামে কমছে তাপমাত্রা, বাড়ছে ভোগান্তি

[ad_1]

কুড়িগ্রামের চিলমারীতে দিন দিন কমে যাচ্ছে তাপমাত্রা। এতে নিম্নআয়ের মানুষের বেড়ে যাচ্ছে ভোগান্তি। কুয়াশা ঝরছে রাতভর, বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে জনপদ। আবহাওয়া অফিস বলছে, উত্তরের হিমেল হাওয়া ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ঠান্ডা বেশি অনুভব হচ্ছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জেলায় সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন থেকে উপজেলায় শীতের দাপট বেড়েছে। দিনের বেলা তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও রাতে বৃষ্টির মতো করে কুয়াশা ঝরছে। এ অবস্থায় শীতবস্ত্র বরাদ্দ পাওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন।

দেখা গেছে, সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকার শ্রমজীবী মানুষদের কুয়াশা উপেক্ষা করে কর্ম ক্ষেত্রে বের হতে দেখা গেছে। নিম্নআয়ের মানুষজন সাংসারিক স্বচ্ছতা রাখতেই তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে ছুটছেন কাজে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, তাপমাত্রা মোটামুটি কমবে। আকাশে মেঘ থাকার কারণে ঠান্ডা অনুভব হচ্ছে বেশি। উত্তরের হিমেল হাওয়া ঠান্ডার প্রধান কারণ।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, ইতোমধ্যে শীতবস্ত্র বরাদ্দ পাওয়ার গেছে এবং আরও চাহিদা পাঠানো হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত