[ad_1]
কুড়িগ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) ও একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা দুজন মামাতো-ফুফাতো ভাইবোন।
এলাকাবাসী ও নিহতদের স্বজনরা জানান, দুপুরে আতিকুর রহমান তার দাদার সঙ্গে টেপারকুটি গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। পরে ফুফাতো বোন রিয়া মণির সঙ্গে বাড়ির সবার অজান্তে খেলতে বের হয়। খেলতে খেলতে বাড়ির পাশের একটি খালের পানিতে ডুবে যায়।
দুপুরের পর থেকে দুজনকে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বাড়ির পাশের খালের পানিতে তাদের মৃত অবস্থায় ভাসতে দেখেন স্বজনরা।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহদুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এমএন/জিকেএস
[ad_2]
Source link