সম্প্রতি ক্রীড়া দৈনিক ‘দিয়ারিও স্পোর্ত’কে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানান বোনমাতি। টানা দুবার মেয়েদের ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার বলেন, ‘সে (ইয়ামাল) আমাকে জিজ্ঞেস করে (সোনার) বলে আমার নাম লেখা আছে কি না। আমি বললাম, নাম লেখা আছে। এরপর তাকে জিজ্ঞেস করলাম, সে এটা ছুঁয়ে দেখতে চায় কি না। সে বলল, “না, না।” তার কথা শুনে মনে হলো সে এটাতে কুফা লাগাতে চায়নি।’