Homeদেশের গণমাধ্যমেকুবি ছাত্রশিবিরের ফের সভাপতি ইউসুফ, সেক্রেটারি মাজহারুল

কুবি ছাত্রশিবিরের ফের সভাপতি ইউসুফ, সেক্রেটারি মাজহারুল

[ad_1]

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখায় শীর্ষ দুই পদ পুনর্বহাল রেখেই ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে ফের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফেজ ইউসুফ ইসলাহী এবং সেক্রেটারি হিসেবে একই শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শেখ মাজহারুল ইসলাম। সদ্য সাবেক কমিটিতেও তারা একই পদে দায়িত্ব পালন করেছেন।

শনিবার (৪ জানুয়ারি) নতুন কমিটির নব-মনোনীত সেক্রেটারি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে কুমিল্লা মহানগর শিবির মিলনায়তনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এ কমিটি ঘোষণা করেন।

সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন হওয়ার কারণে প্রতিবছরের ডিসেম্বর শেষ দিকে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হয়। এরপর থেকেই সারা দেশে সকল শাখায় নতুন প্রেসিডেন্ট-সেক্রেটারি মনোনীত করা হয়। সেই ধারাবাহিকতায় গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবিষ্যতে প্রয়োজন হলে তখন নেওয়া হবে। আপাতত সভাপতি-সেক্রেটারি দিয়েই কাজ পরিচালনা করবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত