[ad_1]
প্রথমার্ধে আবাহনীকে খুঁজেই পাওয়া যায়নি। রক্ষণাত্মক ফুটবলই বেছে নিয়েছিল ধানমন্ডির দলটি। বিদেশি ফুটবলার না থাকায় রক্ষণে রয়েসয়ে খেলার কৌশল নেন কোচ মারুফুল হক। কিন্তু তাঁর দল কাজের কাজটা করতে পারেনি।
আবাহনী শেষ মিনিট দশেক তেড়েফুঁড়ে আক্রমণে উঠে গোল শোধের চেষ্টা করেছে। মোহামেডানও তখন গোলটা ধরে রাখার দিকেই বেশি মনোযোগ দিয়েছে। যোগ করা সময়ে আরমান ফয়সালের শটে বল যায় পোস্টের বাইরে। পরপরই মোহামেডানের জালে বল পাঠায় আবাহনী। কিন্তু অফসাইডের পতাকা ওঠে আগেই।
চলতি মৌসুমে চতুর্থ ম্যাচে এটি আবাহনীর প্রথম হার। একটি ম্যাচ ফেডারেশন কাপে, বাকি তিনটি প্রিমিয়ার লিগে। লিগের প্রথম দুটি ম্যাচ ফকিরেরপুল ইয়ংমেনস ও ওয়ান্ডারার্সের সঙ্গে জেতে আবাহনী।
[ad_2]
Source link