Homeদেশের গণমাধ্যমেকুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন

[ad_1]

কেন্দ্র থেকে সদ্য ঘোষিত কুমিল্লা মহানগরের কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পালটা কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আজহারুল আমিন বলেন, ‍“আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘোষিত কমিটিতে সমন্বয়ক ছিলাম। আমি কেন্দ্রীয় নেতাদের কাছে প্রশ্ন রাখলাম, এই কমিটি আপনারা কীভাবে ঘোষণা দিলেন। যারা আন্দোলনের সময় নিজদের জীবন বাজি রেখেছিলেন তাদের কাউকে তো আমি এখানে দেখছি না। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সম্মুখ সারিতে ছিলাম তাদেরকে বঞ্চিত করা হয়েছে কমিটিতে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করলাম।” 

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অপর শিক্ষার্থী ফাতিন ইশরাক মোল্লা বলেন, “আন্দোলনের সময় যাদেরকে সমন্বয়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল, তাদের মধ্য থেকে নবগঠিত এই কমিটিতে ১০ জনকে রাখা হয়েছে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আমরা এই কমিটি মানি না। তাই আমরা নিজেরাই কমিটি গঠন করেছি।” 

কুমিল্লার শিক্ষার্থীদের ঘোষিত কমিটিতে সৈয়দ আজহারুল আমিনকে আহ্বায়ক ও ফাতিন ইশরাক মোল্লাকে সদস্য সচিব করা হয়েছে। ১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে তালহা জোবায়েরকে মুখ্য সংগঠক ও নাইমুজ্জামানকে মুখপাত্র করা হয়েছে।

প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তালহা জোবায়ের, সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুজ্জামান, ক্যান্ট. বোর্ড কলেজের গাজী মো. মুইনুদ্দিন ফাহিম, আসলাম সিদ্দিকী, নাজমুল নাদিম, মাহমুদুল সিফাত প্রমুখ। 

প্রসঙ্গত, আজ শনিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কুমিল্লা মহানগর আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আবু রায়হানকে। মুহাম্মাদ রাশেদুল হাসানকে করা হয়েছে সদস্যসচিব। শিক্ষার্থী মোস্তফা জিহানকে মুখ্য সংগঠক এবং বাংলাদেশ শিক্ষার্থী জাবেদ আহমেদ ভূঁইয়াকে মুখপাত্র করা হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত