Homeদেশের গণমাধ্যমেকুয়াশায় সৈয়দপুরে বিমানবন্দরে ফ্লাইট বাতিল

কুয়াশায় সৈয়দপুরে বিমানবন্দরে ফ্লাইট বাতিল

[ad_1]

পৌষের আগমনে সকাল ও রাতে কুয়াশায় ঢাকা পড়ছে নীলফামারীর জনপদ। ফলে জেলার সৈয়দপুর বিমানবন্দরে শিডিউল বিপর্যয় ঘটছে। তীব্র শীত ও কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় সোমবার (৯ ডিসেম্বর) রাতের দুটি ফ্লাইট এই বিমানবন্দরে নামতে পারেনি। 

এদিকে, রাতের ফ্লাইট বাতিল হওয়ায় দূর-দূরান্তের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তারা সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান নেন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচলের জন্য ২ হাজার মিটার দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) থাকার কথা থাকলেও তা রয়েছে মাত্র ১০০ থেকে ১৫০ মিটার। ফলে সকালের দুটি ফ্লাইট এখনও ঢাকা থেকে ছেড়ে আসেনি। 

বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ‘হঠাৎ সৈয়দপুরের আকাশে ভিজিবিলিটি শূন্যে নেমে আসায় সোমবার রাতে এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের আগে আবহাওয়ার উন্নতি হলে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে।’ 

উল্লেখ্য, শীত মৌসুমে সকাল ও রাতে শিডিউল মেনে ফ্লাইট চলাচল সম্ভব হয়ে ওঠে না। প্রায় প্রতিদিনই ফ্লাইটের শিডিউল বিপর্যয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। মঙ্গলবার সকালের এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের ফ্লাইট এখন পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত