Homeদেশের গণমাধ্যমেকুশল-আভিষ্কার সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিলো শ্রীলঙ্কা

কুশল-আভিষ্কার সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিলো শ্রীলঙ্কা

[ad_1]

কুশল মেন্ডিস ও আভিষ্কা ফার্নান্ডোর সেঞ্চুরিতে রান পাহাড় গড়েছিল শ্রীলঙ্কা। তারপর বৃষ্টি বাধায় ঘণ্টাখানেক ম্যাচ বন্ধ থাকার পর নতুন লক্ষ্য দাঁড়ায় নিউজিল্যান্ডের সামনে, যা ছিল অনেক কঠিন। শুরুতে দ্রুত রান তুললেও হঠাৎ ছন্দপতন। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে  প্রথম ওয়ানডেতে ৪৫ রানে হেরে গেছে সফরকারী নিউজিল্যান্ড।

কুশল ১২৭ বলে ১৪৩ রান করেন এবং আভিষ্কা ১১৫ বলে ১০০ রান করেন। দুজনের ২০৬ রানের জুটিতে ৫ উইকেটে ৩২৪ রান করে শ্রীলঙ্কা।

বৃষ্টির কারণে শ্রীলঙ্কার ইনিংস ৪৯.২ ওভার পর্যন্ত খেলা সম্ভব হয়। চার বল বাকি থাকতে ভারি বর্ষণে আর স্বাগতিকরা ব্যাটিং শেষ করতে পারেনি।

জ্যাকব ডাফি ফিরতি ক্যাচ ধরতে না পারায় ১১ রানে জীবন পাওয়া কুশল আভিষ্কাকে নিয়ে নির্বিঘ্নে এগিয়ে যান। দুজনেই তাদের হাফ সেঞ্চুরিকে চতুর্থ সেঞ্চুরি বানান। কুশল ৩৭তম ওভারে সেঞ্চুরি করেন ১০২ বল খেলে। পরের ওভারে সেঞ্চুরি হয় আভিষ্কার। তাকে আউট হতে হয়েছে সেঞ্চুরি করার পরের ওভারে।

কুশল মিডল অর্ডার ব্যাটার চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন। তিনি আউট হওয়ার পরে আসালাঙ্কা দলকে এগিয়ে নিতে থাকেন। ২৮ বলে ৪০ রানে তিনি আউট হতেই নামে বৃষ্টি।

জ্যাকব ডাফি ৮.২ ওভারে ৪১ রানে তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডের লম্বা সফরে দারুণ শুরু করেছেন।  

২৭ তবে জিএফওভারে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২২১ রানের। উইল ইয়াংকে নিয়ে টম রবিনসন ৮৮ রানের জুটি গড়েন। তাকে ফেরান মাহিশ ঠিকশানা। একই ওভারে ইয়াংও আউট।

তারপর বিপর্যয়। ৫ ওভারেরও কম শেষ না হতেই ২২ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় কিউইরা। আর উঠে দাঁড়াতে পারেনি তারা। ৯ উইকেটে ১৭৯ রানে থামে নিউজিল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন ইয়াং। এছাড়া রবিনসন ৩৪ ও মাইকেল ব্রেসওয়েল ৩৫ রান করেন



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত