Homeদেশের গণমাধ্যমেকুষ্টিয়ায় মাদক-বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় মাদক-বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

[ad_1]


কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ২৫ ডিসেম্বর ২০২৪  

কুষ্টিয়ায় মাদক-বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার


কুষ্টিয়ার মিরপুরে পুলিশের অভিযানে ১৪৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল, বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিনসহ আদিল হোসেন (৩২) নামে এক মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বহলবাড়ীয়া সড়কের সাতবাড়ীয়া মাঠে পুলিশের চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

আদিল হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্ব মহিষকুন্ডি এলাকার আব্দুস সাত্তারের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কুষ্টিয়ার মিরপুর এলাকায় চুরি, ছিনতাই এর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মিরপুর থানা পুলিশ বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সাতবাড়িয়া মাঠে চেকপোস্ট বসিয়ে ডিউটি জোরদার করা হয়। এ সময় দৌলতপুরের মহিষকুন্ডি থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি করে পুলিশ। 

এ সময় ট্রাক চালকের সিটের নিচ থেকে একটি সাদা বস্তার মধ্য থেকে ১৪৮ বোতল ফেনসিডিল ও চালকের স্টিয়ারিং এর ড্রয়ার থেকে পলিথিনে পেঁচানো একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময়  মাদক ও অস্ত্র বহনের দায়ে গাড়ির চালক আদিল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা চেকপোস্ট বসিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেছি। এ ব্যাপারে মিরপুর থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।”

ঢাকা/কাঞ্চন/ইমন



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত