Homeদেশের গণমাধ্যমেকৃষকের ১০ বিঘা জমির পাকা ধান কেটে দিলেন আনসার সদস্যরা 

কৃষকের ১০ বিঘা জমির পাকা ধান কেটে দিলেন আনসার সদস্যরা 

[ad_1]

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১২ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে উপজেলার বড়খাতা, ফকিরপাড়া, সানিয়াজান ও সিঙ্গিমারী ইউনিয়নে প্রায় ১০ বিঘা জমির ধান কেটে দেন তারা।

এ সময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট ধন চরণ নাথ, বড়খাতা ইউনিয়নের কমান্ডার মতিউর রহমান, ফকিরপাড়া ইউনিয়নের কমান্ডার হবিবর রহমান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বড়খাতা এলাকার কৃষক আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি টাকার অভাবে জমি থেকে পাকা ধান কাটতে পারছিলাম না। মঙ্গলবার সকালে আনসার সদস্যরা দলবেঁধে এসে আমার জমির ধান কাটতে সহযোগিতা করেছেন। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

কমান্ড্যান্ট ধন চরণ নাথ বলেন, ‘আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় কৃষকদের পাকা ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চার ইউনিয়নে কার্যক্রম শুরু হলেও পুরো উপজেলায় আমাদের এই কার্যক্রম চলবে। যেসব কৃষক ধান কাটতে পারছেন না, পর্যায়ক্রমে তাদের সহযোগিতা করবো আমরা।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত