Homeদেশের গণমাধ্যমেকেইনের কাঠগড়ায় মেসি-রোনালদো! | কালবেলা

কেইনের কাঠগড়ায় মেসি-রোনালদো! | কালবেলা

[ad_1]

বছরের পর বছর ধরে বিশ্বফুটবল রাঙিয়েও কাঠগড়ায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান সময়ে বিশেষজ্ঞ স্ট্রাইকার সংকটের কারণে ইংলিশ তারকা হ্যারি কেইন কিন্তু মেসি ও রোনালদোকেই দায়ী করেছেন!

বুন্দেসলিগায় ৪৩ ম্যাচে ৫০ গোলের রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। এ রেকর্ড গড়ার পথে আর্লিং হলান্ডের রেকর্ড ভাঙা ইংলিশ স্ট্রাইকারের মতে, মেসি ও রোনালদো এ প্রজন্মের ফুটবলারদের উইঙ্গার হয়ে ওঠার পেছনে ভূমিকা রেখেছেন। যে কারণে বিশেষজ্ঞ স্ট্রাইকারের সংকট তৈরি হয়েছে।

‘ফুটবল এখন কিছুটা বদলে গেছে। হয়তো সেটা কোচিংয়ের ধরনের কারণেও। উদীয়মান ফুটবলাররা এখন উইঙ্গার হতে চান। তাদের এমন চাওয়ার পেছনে মেসি ও রোনালদোর ভূমিকা আছে। কারণ, তারা দুজন দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করে যাচ্ছেন। এ কারণেই উদীয়মানরা তাদের অনুসরণ করছেন’—বলছিলেন হ্যারি কেইন।

টটেনহাম হটস্পারের সাবেক এ তারকা আরও বলেন, ‘আমি যখন বেড়ে উঠছিলাম, তখন ফুটবল বিশ্বে কিছু সেরা স্ট্রাইকার ছিলেন, যা আমাকে স্ট্রাইকার হয়ে ওঠার পেছনে ভূমিকা রেখেছে। ফুটবলটা এভাবেই চলে আসছে।’

মেসি ও রোনালদোর ভূমিকা ছাড়াও কোচিংয়ের ধরনও বর্তমান প্রজন্মের ফুটবলারদের স্ট্রাইকার হিসেবে গড়ে ওঠার পেছনে অন্তরায় বলে মনে করেন হ্যারি কেন।

সময়ের অন্যতম সেরা নাম্বার নাইন হিসেবে বিবেচিত ৩১ বছর বয়সী কেনের কথায়, ‘বর্তমান সময়ের অনেক কোচই ‘ফলস নাইন’ নিয়ে খেলার কৌশলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ কারণে বিশেষজ্ঞ স্ট্রাইকার ছাড়াও ম্যাচ খেলছে বিভিন্ন দল। এ বিষয়টিও বিশেষজ্ঞ স্ট্রাইকার তৈরিতে অন্তরায়।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত