তা ছাড়া এ সিনেমায় সংগীতশিল্পী পান্থ কানাইকে দেখা গেছে অভিনেতা হিসেবে। তাঁর চরিত্রটি ছোট হলেও তিনি নিজের উপস্থিতি জানান দিয়েছেন। অন্যান্য চরিত্রে তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা, গাউসুল আলম শাওন, রিজভী রিজুও যোগ্য সংগত দিয়েছেন।