Homeদেশের গণমাধ্যমেকেরানীগঞ্জে এলজিইডি অফিসে দুদকের অভিযান

কেরানীগঞ্জে এলজিইডি অফিসে দুদকের অভিযান

[ad_1]

ঢাকার কেরানীগঞ্জে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদ।

অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে ২০২৩-২৪ অর্থবছরে বিভিন্ন কার্যাদেশ সংক্রান্ত দরপত্রের তালিকা পর্যালোচনা করে দুদক। বিশেষভাবে স্কুল ও উপজেলা রাজস্ব তহবিলভুক্ত প্রকল্পগুলোকে গুরুত্ব দিয়ে মোট পাঁচটি প্রকল্পের তালিকা করা হয়। এর মধ্যে তিনটি প্রকল্প সরেজমিনে ঘুরে দেখা হয়।

পরিদর্শন করা প্রকল্পগুলোর মধ্যে ছিল কলাতিয়া ইউনিয়নের নাজিরপুর স্কুলের বর্ধিত দ্বিতল ভবনের নির্মাণকাজ, হজরতপুর ইউনিয়নের একটি নতুন মাটির রাস্তা এবং রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর নতুন সোনাকান্দা রাস্তার সংস্কার প্রকল্প। টিমটি বিকেল সাড়ে চারটা পর্যন্ত এসব প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

রোহিতপুর নতুন সোনাকান্দা রাস্তা সংস্কার প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্ত চালানো হয়।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদ সাংবাদিকদের জানান, প্রকল্প পরিদর্শনকালে কিছু নিম্নমানের ইট শনাক্ত করে তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সামগ্রিকভাবে কাজের মান এখন পর্যন্ত সন্তোষজনক। কাজ সম্পন্ন হলে আবারও আমরা এসব প্রকল্প পরিদর্শনে আসব।

অভিযানে উপস্থিত ছিলেন- দুদক উপপরিচালক অভিজিৎ দে, কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ এবং কেরানীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রুহুল আমীন প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত